স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ ঘটায় জেলার কাশিয়ানীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ উন্নয়ন মেলা শুরু হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে আজ রোববার র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তাপস বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি মুনশী ওয়াহিদুজ্জামান প্রমুখ।
উপজেলার এ উন্নয়ন মেলায় মোট ২০ টি স্টল স্থান পেয়েছে।