×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০২০-১২-২৪
  • ৬৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ম্যাচের শেষ দিকে থিয়ো হার্নান্দেজের গোলে বুধবার ল্যাৎসিওর বিপক্ষে ৩-২ গোলে জয় লাভ করেছে এসি মিলান। ফলে শীতকালীন বিরতিতে যাবার আগে সিরি এ ফুটবল লীগের পয়েন্ট তালিকার শীর্ষস্থানটি ধরে রাখল ক্লাবটি।
এর আগে অনুষ্ঠিত দিনের আরেক লীগ ম্যাচে তাদের নগর প্রতিদ্বন্দ্বি ইন্টার মিলান ২-১ গোলে জয় পেয়েছে হেলাস ভেরোনার বিপক্ষে। ফলে টানা সপ্তম ম্যাচে জয় নিশ্চিত করল তারা। তারপরও এসি মিলানের চেয়ে এক পয়েন্টে পিছিয়ে রয়েছে ইন্টার।
গান সিরোতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ল্যাৎসিওর বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিক এসি মিলান। ম্যাচের ১০ মিনিটেই গোল করে এসি মিলানকে এগিয়ে দেন আন্তে রেবিক। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন হাকান কালহানোগলু।
কিন্তু ২৭ মিনিটে লুইস আলবার্তো এবং ৫৯ মিনিটে সিরো ইমোবিল গোল দুটি পরিশোধ করে ল্যাৎসিওকে সমতায় ফিরিয়ে আনেন। ম্যাচের ইনজুরি টাইমে গোল করে ্এসি মিলানকে পুরো তিন পয়েন্ট এনে দেন হার্নান্দেজ।
ইনজুরির কারণে তারকা স্ট্রাইকার জøাটান ইব্রাহিমোভিচ দীর্ঘ সময় ধরে মাঠের বাইরে থাকলেও এখনো অপরাজিত থেকেই ২০১১ সালের পর শিরোপা জয়ে দিকে এগিয়ে চলেছে ইন্টার মিলান। এই মুহুর্তে মিলানের দুই জায়ান্ট ক্লাবই একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে শিরোপা দখলের দিকে। তাদের সঙ্গে ছয় পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থেকে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে রোমা। গতকাল লীগ ম্যাচে তারা ৩-২ গোলে হারিয়েছে কাগলিয়ারিকে।
এই নিয়ে সিরি এ লীগের ১৪ ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট সংগ্রহ করেছে স্টেফানো পিউলির শিষ্যরা। তিনি বলেন,‘ এই লীডে আমি গর্বিত। তারা গুরুত্বপুর্ন কিছু করছে। ইব্রা যদি ফিরেন তাহলে আমাদের শক্তি আরো বাড়বে। কিন্তু তাকে ছাড়াও আমরা সুযোগের সদ্ব্যাবহার করছি।’
এদিকে তলানির ক্লাব তুরিনোর সঙ্গে ১-১ গোলে ড্র করে তালিকার তৃতীয় স্থান থেকে পঞ্চম অবস্থানে নেমে গেছে নাপোলি। বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের অবস্থান ষষ্ঠ। শীর্ষ দলের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা। মঙ্গলবার নিজেদের মাঠে ফিওরেন্টিনার কাছে ৩-০ গোলে হেরে গেছে শক্তিশালী দলটি। মৌসুমে এটি জুভেন্টাসের প্রথম হার।
জুভেন্টাসকে টানা ১০ম শিরোপা জয় থেকে বিরত রাখার পন করা ইন্টার মিলানের কোচ এন্টনিও কনটে বলেন,‘ এটি আরো একটি লীগের চেয়ে বেশী। অনেকগুলো দল শক্তিশালী হয়েছে এবং তারাও কিছু করতে চায়। এই শিরোপার জন্য লড়াই করতে অন্তত সাতটি দল প্রস্তুত।’
ফ্রান্সেসকো ক্যাপুটোর প্রত্যাবর্তনে উজ্জিবিত সাসাওলো ৩-২ গোলে সাম্পদরিয়াকে হারিয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। সপ্তম অবস্থানে থাকা আটালান্টা লুইস ম্যুরেলের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থাকার পরও স্বাগতিক বোলনের সঙ্গে ২-২ গোলে ড্র করে হাত ছাড়া করেছে গুরুত্বপুর্ন দুটি পয়েন্ট।
দিনের অন্য লীগ ম্যাচে জোনোয়া ২-১ গোলে স্পেজিয়াকে এবং বেনেভেন্টো ২-০ গোলে উদিনেসকে পরাজিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat