কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে স্বাস্থ্য বিধি প্রতিপালনসহ বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে।
সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আসন্ন শীত মৌসুমে দেশে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির আশংকা করা হচ্ছে।
কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় সুপ্রিমকোর্টে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী ও সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আগত বিজ্ঞ আইনজীবী, আইনজীবী সহকারী, আগত সেবা গ্রহীতাগনসহ সংশ্লিষ্ট সকলে বাস্থ্য বিধি প্রতিপালনসহ বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করবেন।”