করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য আর রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) না আসার অনুরোধ জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালীর আইইডিসিআর-এর কার্যালয়ে ব্রিফিংয়ে এ অনুরোধ জানান প্রতিষ্ঠানটির পরিচালক।তিনি বলেন, আপনারা সরাসরি আইইডিসিআরে আর নমুনা পরীক্ষার জন্য আসবেন না। হটলাইন নম্বরে যোগাযোগ করবেন। আমাদের কর্মীরা আপনাদের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে আসবে।আইইডিসিআরের পরিচালক বলেন, গত ২৪ ঘন্টায় নতুন তিনজন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন নারী, বাকি দুজন শিশু। এর আগে হাসপাতালে ভর্তি ছিলেন দুজন। সর্বমোট ৫ জন রোগী হাসপাতলে আছে। এ পর্যন্ত দেশে ৮ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।তিনি আরও বলেন, সর্বমোট ২৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের করোনা ভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। তারা হাসপাতালে আইসোলেশনে আছে। এখন পর্যন্ত ১০ জন হসপিটালের আইসোলেশন আছে। এছাড়া ৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে আছে।