নিজস্ব প্রতিনিধি:-
রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার আশুলিয়া থানা এলাকায় সন্দেহভাজন চোরের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
আজ বুধবার ভোররাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর বাংলাবাজার এলাকার মাহবুবুর রহমান মহির বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম মো. বাবলু। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই নারী। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, চুরি করতে ভোররাতে মাহবুবুর রহমানের টিনশেড বাড়ির বেড়া কেটে ঘরে ঢোকে রাসেল নামের এক যুবক। এ সময় বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার করে। পরে মাহবুবুর রহমানের স্ত্রী, মেয়ে ও স্ত্রীর ফুফাতো ভাই বাবলুকে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায় রাসেল।খবর পেয়ে প্রতিবেশী ও বাড়ির অন্য সদস্যরা আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়। এর আগে পথেই মৃত্যু হয় বাবলুর।ওসি আরো জানান, খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্দেহভাজন রাসেলের বাবা ও মাকে আটক করা হয়েছে।