ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ - আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি নিরপেক্ষ।যারা সার্চ কমিটির সমালোচনা করছে তাদের দলীয়করণের অভ্যাস রয়েছে।
শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বস্তুনিষ্ঠ সংবাদ ও জনগণের উন্নয়নে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি তিনি আহ্বান জানান।
কসবা প্রেসক্লাবের সভাপতি সোলেমান খানের সভাপতিত্বে ও নেপাল চন্দ্র সাহার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম, পৌর মেয়র মো এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাউসার ভূইয়া জীবন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ,পীযুষ কান্তি আচার্য প্রমুখ।