×
ব্রেকিং নিউজ :
বস্তুনিষ্ঠ সংবাদ গুজব প্রতিরোধ করে: তথ্য ও সম্প্রচার সচিব এবার হজ প্যাকেজের মূল্য ৪ লাখ ৭৮ হাজার টাকা এইচপিভি টিকা নিয়ে গুজব না ছড়ানোর আহবান তৈরী পোশাক শিল্পে কর্মপরিবেশ ফিরিয়ে এনেছে সরকার : আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া খালেদা জিয়ার ১১ মামলা হাইকোর্টে বাতিল ইউএনএইচআর অফিস খোলার বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি : তৌহিদ সবুজ রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহায়তার প্রতিশ্রুতি সুইডেনের সিটি কর্পোরেশন-জেলা উপজেলা ও পৌরসভায় বসানো হচ্ছে ‘ফুল টাইম’ প্রশাসক : স্থানীয় সরকার উপদেষ্টা দেশের ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ শিক্ষা উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৭-০১-২৬
  • ৫২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনার ভারত সফর বিলম্বিত হওয়ার খবর সঠিক নয় : হাইকমিশনার শ্রিংলা
নিজস্ব প্রতিনিধি:  ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর বিলম্বিত হচ্ছে, তা বলা যায় না। কেননা সফরের নির্দিষ্ট দিনক্ষণ এখনো ঠিক হয়নি। আগে এই তারিখ দুই দেশকে সমঝোতার মাধ্যমে ঠিক করতে হবে। তারপর সফর। আজ বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনে দেশটির ৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শ্রিংলা একথা জানান। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালের জুনে বাংলাদেশ সফর করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে গেছেন। সমঝোতার মাধ্যমে শিগগিরই এ সফরের দিকে আমরা অগ্রসর হচ্ছি। সকাল ৯টায় হাইকমিশন প্রাঙ্গণের ফুল দিয়ে সাজানো বেদিতে পতাকা উড়িয়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রিংলা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাণী পড়ে শুনান তিনি। এরপর ছিল সাংস্কৃতিক পরিবেশনা। শ্রিংলা বলেন, সমগ্র ভারতবাসীর জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৫০ সালের এদিনে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত আত্মপ্রকাশ করে। আমরা সংবিধান পাই এদিন। দিনটি একইসাথে ভারতের মানুষের ধর্মীয়, ভাষাগত ও অন্যান্য বিশ্বাস এগিয়ে নেয়ার সুযোগ। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতে গতিশীল গণতন্ত্র রয়েছে। আমরা সংবিধানে বিশ্বাস করি। দু’দেশই অসাম্প্রদায়িক চেতনা, বৈচিত্র্যময় সংস্কৃতি ও বাকস্বাধীনতায় বিশ্বাস করে। আমরা দু’দেশ আরো একটি জায়গায় স্বতন্ত্র - বৈশ্বিক অর্থনৈতিক সমৃদ্ধিতে আমরা প্রায় একই গতিতে এগিয়ে যাচ্ছি। ভারতে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট সফর প্রসঙ্গে হাইকমিশনার বলেন, বাংলাদেশের মানুষের আগ্রহের কথা চিন্তা করে আমি নিজ উদ্যোগেই ভারতীয় ক্রিকেটের সাথে সংশ্লিষ্টদের অনুরোধ করেছি যাতে এ বছরের সূচিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat