ময়মনসিংহ মেডিকেল কলেজে উত্তেজনা : শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ:- ময়মনসিংহ মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী শহীদকে মারধরের ঘটনায় ২য় বর্ষের ৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার দুপুরে একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন- অনুপম, সিয়াম ও হিমেল। তাদেরকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়। এদিকে, এ ঘটনা জানাজানি হলে ৫ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এই ঘটনার প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ বিদেশি শিক্ষার্থী এবং পরীক্ষার্থী বাদে ১২’শ শিক্ষার্থীকে আজ সন্ধ্যার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়।
কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. ফজলুল হক পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাময়িক উত্তেজনা প্রশমিত করার জন্য শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কলেজ বন্ধ ঘোষণা করা হয় নি। যাদের পরীক্ষা চলছে তা অব্যাহত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নির্দেশ দেওয়া হবে।