- প্রকাশিত : ২০১৭-০১-২০
- ৭১৪ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
নতুন বছরে মিথিলার প্রথম শুরু
বিনোদন ডেস্ক:
একটি বিজ্ঞাপনে মডেল হওয়ার মধ্যদিয়ে নতুন বছরটি শুরু করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিথিলা। এটি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির স্বাস্থ্য সচেতনতামূলক বিজ্ঞাপন।
গত ১৮ই জানুয়ারি গাজীপুরের ভাওয়াল রিসোর্টে বিজ্ঞাপনটির শুটিং হয়। দিনব্যাপী এ শুটিংয়ে অংশ নেন মিথিলা। তিনি জানান, কোনো টিভি চ্যানেলের জন্য নয়, শুধুমাত্র ডিজিটাল মিডিয়াগুলোতেই তার নতুন এই বিজ্ঞাপনটি প্রচার হবে। এটি নির্মাণ করেছেন জুবায়ের আনান। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে মিথিলা বলেন, বেশ গুছিয়ে যত্ন নিয়ে নির্মাতা কাজটি করেছেন। আমিও বিজ্ঞাপনটি করে বেশ সন্তুষ্ট। সবমিলিয়ে একটি ভালো কাজ হয়েছে। দর্শকদের ভালো লাগার কথা।
এদিকে আজ থেকে ভালোবাসা দিবস উপলক্ষে তাহসানের বিপরীতে মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় মিথিলা বিশেষ একটি নাটকের শুটিং করবেন। টানা দু’দিন এই নাটকের শুটিং-এ অংশ নেবেন তিনি।
মিথিলা ও তাহসান সর্বশেষ গত ঈদে একসঙ্গে নাটকে অভিনয় করেছিলেন। আরিয়ানের ভালোবাসা দিবসের এ নাটকে মিথিলা নতুন একটি গান লিখবেন। গাইবেন মিথিলা এবং তাহসান দু’জনই।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..