আগামী ২০১৮ সালের মধ্যে আরও ৩০ হাজারেরও বেশী নারী উদ্যোক্তা গড়ে তোলা হবে: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক
সিনিয়র সহঃসম্পাদক : আলহাজ্ব হুসাইন আলী রাজন:-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও জীবনের সকল ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহারের লক্ষ্যে কাজ করে চলেছেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। এই ওয়াইফাই উদ্যোগের মাধ্যমে আগামী ২০১৮ সালের মধ্যে আরও ৩০ হাজারেরও বেশী নারী উদ্যোক্তা গড়ে তুলতে পারব। কথাগুলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের।
গতকাল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটোরিয়ামে নারী দিবস উপলক্ষে আয়োজিত উইমেন এন্ড আইসিটি ফ্রন্টিয়ার ইনিশিয়েটিভ(ওয়াইফাই) এর প্রি-লঞ্চিং অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক আরো বলেন, ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ে ২০ হাজার নারীকে ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়াও, জেলা ও উপজেলা পর্যায়ে উচ্চতর পর্যায়ের ফ্রি-ল্যান্সিং প্রশিক্ষণ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।আগামী ৩ বছরে প্রত্যন্ত অঞ্চলে ২ লক্ষ ৬০ হাজার নারীকে টেকসই নারী উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করতে মোবাইল ট্রেনিং বাস চালু করা হয়েছে, ন্যাশনাল হাই-স্কুল প্রোগ্রামিং কনটেস্টের আওতায় নারীদের জন্য প্রোগ্রামিং কনটেস্ট চালু করা হয়েছে।বিশেষ অতিথির বক্তব্যে অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিবলেট বলেন, এদেশের নারীরা ই-কমার্স ও এফ-কমার্সে এগিয়ে এসেছে। তারা তাদের মেধার স্বাক্ষরও রাখছে। এবার ওয়াইফাই কার্যক্রমের মাধ্যমে এদেশের উদ্যোমী নারীদের সাথে যেহেতু আন্তর্জাতিক উদ্যোগ ও সরকারের সহযোগিতা যুক্ত হলো, তাই ওরা আরও এগিয়ে যাবে।বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবির কিশোর চৌধুরী, এশিয়া ফাউন্ডেশনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সারা টেইলর, ইউএনডিপি’র জেন্ডার এন্ড পার্টনারশীপ স্পেশালিস্ট মেলিসা বালজান প্রমুখ।