ইজি টাচ ই-কমার্স লিঃ এর চট্রগ্রাম বিভাগীয় অফিসের শুভ উদ্ভোদন
নিউজ ডেস্ক;-
সমগ্র দেশ ব্যাপী বেকার যুবক যুবতিদের কর্মসংস্থানের লক্ষে ইজি টাচ ই-কমার্স লিঃ একটি অনলাইন মার্কেটিং প্রথা চালু করছে।
“দিবেন টাকা নিবেন মাল ইনকাম করবেন চিরকাল”। এই কথার ভিত্তিতে ,প্রতিষ্টানটি নিজস্ব পন্য বিপননের মাধ্যমে (অনলাইনের মাধ্যমে ) সমগ্র দেশ ব্যপী কাজ করছে । আজ চট্রগ্রাম বিভাগীয় অফিসের শুভ উদ্ভোদন হলো। এতে উপস্থিত ছিলেন ইজি টাচ ই-কমার্স লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক জনাব শামসুল হক মিলন (বাপ্পি) ও স্থানীয় কর্মকর্তা কর্মচারি বৃন্দ।