বিশেষ প্রতিনিধি:-
সম্প্রতি আমেরিকার নিউ ইয়র্কে যাত্রা শুরু করেছে প্রবাসী বাঙ্গালিদের জন্য ভিন্ন মাত্রার একটি রেস্তোরাঁ রয়্যাল পাম।জানা গেছে, রেস্তোরাটি প্রধানত স্টেক পরিবেশন করবে ক্রেতাদের জন্য, যা বিশেষভাবে তৈরি করা হবে যাতে প্রকৃত স্টেকের সাধের সাথে থাকবে একটু ভিন্নতা। এই ভিন্নতা যারা ইতিমধ্যে রয়্যাল পামে এসেছেন তারা আনন্দচিত্তে উপভোগ করেছেন বলে জানা গেছে।
প্রতিষ্ঠানের সিইও রাহাত মুক্তাদির জানান, তিনি অনেকদিন ধরে নিউ ইয়র্কের বাংলাদেশিদের জন্য হালাল খাবার পরিবেশন করার একটা প্রতিষ্ঠান গড়তে চেয়েছেন। সেই চেষ্টা থেকে রয়্যাল পাম তৈরির উদ্যোগ নেন।তিনি আরও জানান, এই প্রতিষ্ঠানের প্রধান আকর্ষণ হালাল মাংসের স্টেক কিন্তু সাধের ক্ষত্রে প্রকৃত আমেরিকান স্টেকের সাধ।ঠিকানা, ২১৪৩ বাউন্ডারি এভিনিউ, ফারমিংডাল, নিয় ইয়র্ক ১১৭৫।