নিজস্ব প্রতিনিধি:- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল চারটার দিকে দক্ষিণ ক্যাম্পাসের পাহাড়িকা হাউজিংয়ে তার নিজ বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ মোকাদ্দেস মিয়া ইত্তেফাককে এ খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, উনার স্ত্রী রসায়ন বিভাগের অধ্যাপক ড. শাহানারা বেগম বাসায় ফিরে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামীর লাশ দেখতে পান। পরে তার দেয়া খবর অনুযায়ী লাশ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রোক্টিরয়াল বডি ও ম্যাজিস্ট্রেট।অধ্যাপক আজাদ (৭০) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ছিলেন। তিনি তিন সন্তানের জনক। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে বড় ছেলে দেশের বাইরে থাকেন।