নিজস্ব প্রতিনিধি: –
রাজধানীর ধানমণ্ডিতে এক চিকিৎসকের বাসা থেকে রঞ্জিতা আক্তার (১৪) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করছে পুলিশ।
গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
রঞ্জিতা ধানমণ্ডি ১৪ নম্বরে ৬/এ বাড়ির ডি/১ ফ্ল্যাটের বাসায় কাজ করত। সে কুড়িগ্রাম জেলার আলীপুর উপজেলার আনিসুর রহমানের মেয়ে।
ময়নাতদন্তের জন্য রঞ্জিতার লাশ গতকাল দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়।
ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, রঞ্জিতা তিন বছর ধরে শাফায়েত নামের একজন চিকিৎসকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রঞ্জিতাকে শায়িত অবস্থায় পাওয়া যায়।এসআই আরো জানান, রঞ্জিতা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে ওই বাসার লোকজন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।