বাংলাদেশি যুবককে হত্যার দায়ে দেশটির ইমিগ্রেশন পুলিশের দুই কর্মকর্তার ফাঁসি
বিশেষ প্রতিনিধি:-
মালয়েশিয়ায় এক বাংলাদেশি যুবককে হত্যার দায়ে দেশটির ইমিগ্রেশন পুলিশের দুই কর্মকর্তাকে ফাঁসির আদেশ দিয়েছেন দেশটির আদলত।
উচ্চ আদালতের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আমিনুদ্দিন ইয়াসিন ও জুহায়েরুল ইফেনদি কাঙ্গার প্রদেশের রাজধানী পারলিসের ইমিগ্রেশন কর্মকর্তা।তাদের বিরুদ্ধে অভিযোগ, মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসরত এক বাংলাদেশিকে ২০১৪ সালের ২৯শে অক্টোবর আটকের পর ইমিগ্রেশন পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।আটক বাংলাদেশি হত্যার ঘটনায় দুই পুলিশের বিরুদ্ধে ৩০২ দণ্ডবিধির অনুসারে মামলা হয়। যেখানে দোষী সাব্যস্ত হলে দুই ইমিগ্রেশন পুলিশকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেয়া হয়। নিহত ৪৫ বছর বয়সী বাংলাদেশির নাম আবু বক্কর সিদ্দিক।