হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুর্বৃত্তের হামলায় সংযোগকর্মী নিহত
হবিগঞ্জ সংবাদদাতা :-
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুর্বৃত্তের হামলায় ডিশ অ্যান্টেনার এক সংযোগকর্মী নিহত হয়েছেন।গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দুলাল মিয়া। তিনি উপজেলার ছাতিয়াইন গ্রামের আছান মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন দুলাল মিয়া। পথে রতনপুর-ছাতিয়াইন সড়কে এক দুর্বৃত্ত তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহিম খলিল দুলালকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত দুলাল মিয়ার খালাতো ভাই আবদুল মালেক জানান, ধারণা করা হচ্ছে, দুলাল বাজার থেকে বাড়িতে ফিরছিল। এ সময় এক দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে মুঠোফোন, ম্যানিবাগ নিয়ে যায়। ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের এএসআই ইব্রাহিম খলিল জানান, দুলালের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সেটি ছুরিকাঘাত। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক মিঠুন রায় জানান, নিহতের বুকে ছুরিকাঘাত রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে বলা যাবে, তাঁকে কীভাবে হত্যা করা হয়েছে।