×
ব্রেকিং নিউজ :
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৩
  • ৫৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নগ্ন হয়ে ১০ মিনিট হেঁটে বেড়ালেন তরুণী
লাইফস্টাইল ডেস্কঃ-এমনভাবেও ধোঁকা দেওয়া যায়! না হলে শরীর অনাবৃত করে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়ালেন আর অধিকাংশ মানুষই ধরতে পারলেন না। শুনতে আশ্চর্যজনক লাগলেও এটাই সত্যি। এক তরুণী শরীরের ঊর্ধ্বাংশ উন্মুক্ত করে লন্ডনের কিংস্টনের রাস্তায় ১০ মিনিট হেঁটে বেড়ালেন। অথচ, অধিকাংশ মানুষই বুঝতে পারলেন না যে কিলি ক্লেইন নামে ওই তরুণী নগ্ন। কীভাবে লন্ডনের রাজপথের মানুষদের ধোঁকা দিলেন কিলি? এই খেলার পিছনের আসল মাথাটা হলেন সারা অ্যাশলি। এঁর পেশা এবং নেশা বডি পেইন্টিং। সারা-ই কিলি ক্লেইনের জামাকাপড়হীন ঊর্ধ্বাংশে রঙের প্রলেপ পরান। এর জন্য ২ ঘণ্টা ধরে কিলির কাঁধ থেকে বুক এবং কোমর পর্যন্ত রঙের ব্রাশ বোলাতে হয়েছে সারাকে।কিলির শরীরের ঊর্ধ্বাংশে যে কোনও কাপড় নেই, তা সাধারণ চোখে বোঝার উপায় ছিল। কারণ, সারা এমনভাবে কিলির শরীরের অনাবৃত ঊর্ধ্বাংশে রঙের প্রলেপ দিয়েছিলেন যে মনে হচ্ছিল তিনি একটি সবুজ টি-শার্ট পরে আছেন।সবমিলিয়ে এইভাবে ১০ মিনিট লন্ডনের রাস্তায় হেঁটে বেরিয়েছিলেন। কিলির এই গোটা সময়ের ভিডিও শ্যুট করানো হয়েছিল। ভিডিও-তে পরে দেখা যায় অধিকাংশ মানুষই কিলির অর্ধনগ্ন শরীরের এই রহস্যকে ধরতে পারেননি। অনেক কিলির শরীরের ঊর্ধ্বাংশের কিছু অস্বাভাবিকতা দেখে বোঝার চেষ্টা করেছিলেন, কিন্তু, লাভ হয়নি। যা দেখছেন সেটা কোনও ‘অপটিক্যাল ইলিউশান’ না সত্যি— এই ধাঁধা থেকে বের হতে পারেননি। তবে, কিলিকে এমনভাবে দেখে যে তাঁদের ‘দিমাগ কা বাত্তি’ জ্বলে উঠেছিল তাতে সন্দেহ নেই। কারণ, ১৯ জন পথ চলতি মানুষের চক্ষু ছানাবড়ার ছবিও ক্যামেরাবন্দি হয়।এই ঘটনার মাসখানেক আগেও কিলি এবং সারা একই কাজ করেছিলেন। তবে, সেবার কিলি কোমরের পর থেকে পোশাক খুলে ফেলেছিলেন। শুধুমাত্র একটি কটিবন্ধ পরা কিলির শরীরে রঙের প্রলেপ দিয়েছিলেন সারা। নীল রঙকে এমনভাবে ব্রাশ দিয়ে কোমরের পর থেকে বুলিয়েছিলেন যে মনে হচ্ছিল কিলি জিন্স পরে হাঁটছেন। সেযাত্রাতেও কিলির এই পোশাক দেখে অধিকাংশ পথচলতি মানুষই কিছু বুঝতে পারেননি। যাঁরা পেরেছিলেন তাঁরা অবাক হয়ে গিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat