লাইফষ্টাইল ডেস্ক:
আয়েশা টাকিয়া পর্দার বাইরে আছেন অনেক দিন। তাকে নিয়ের ছিল না কোনো লেখালেখি। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে এসে আবার আলোচনায় ফিরে এসেছেন তিনি। তার সঙ্গে ছিল স্বামী ফারহান আজমি। আর অনুষ্ঠানে এসে ভিন্ন রুপে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ঠোট, নাক আর চোখের গড়ন পুরোপুরি বদলে গেছে আয়েশার। চেনাই যাচ্ছে না! এই পরিবর্তনের মূলে যে প্লাস্টিক সার্জারির অবদান আছে, সেটা আর বুঝতে বাকি নেই সবার।
টুইটারে অনেকেই আয়েশা টাকিয়ার এই পরিবর্তন নিয়ে আলোচনা-সমালোচনা করছেন। কেউ বলছেন আয়েশাকে ‘প্লাস্টিক’ মনে হচ্ছে। কেউ বলছেন প্রিয়াংকা চোপড়া, কাইলি কার্দাশিয়ান এবং কিম কার্দাশিয়ানের সংমিশ্রণ হয়েছে তার চেহারায়। অনেকে আবার মজা করে বলছেন, ঠোঁটে মৌমাছি কামড় দিয়েছে আয়েশার!২০০৯ সালে সমাজবাদী পার্টির নেতা আবু আজমির ছেলে ফারহান আজমির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আয়েশা টাকিয়া। ২০১৩ সালে তার ছেলে মিকাইলের জন্ম হয়। সংসার আর ছেলেকে নিয়েই এতদিন ব্যস্ত ছিলেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী। অনেক দিন পর নিজেকে পুরোপুরি বদলে আবার আলোচনায় ফিরে এসেছেন তিনি। এনডি টিভি।