রুমানা চৌধুরী :–
এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে বেশ কিছু লোক রাজকীয় পোশাক পরে ঘোরাফেরা করছেন। আশপাশে উজির, নাজির, সিপাহিরা অস্ত্র হাতে নিয়ে এদিক-সেদিক তাকাচ্ছেন। পাশেই বিল্ডিংয়ের বারান্দায় টেবিল চেয়ারে বসে রাজদরবারের মন্ত্রীস্থানীয়রা দুপুরের খাবার খাচ্ছেন। মাঠের মধ্যে একটা ঘর বানানো হয়েছে, চারিদিতে ত্রিপল দিয়ে ঢেকে রাখা। প্রবেশ করার মতো দুটি দরজা আছ। ভেতরে গিয়ে দেখা গেল বিশাল এক রাজদরবার! রঙের কাজ শেষ, এখন শুটিংয়ের কাজ শুরু হবে। সেট ডিরেক্টর লোকজন নিয়ে বের হয়ে গেলেন। পরিচালক সবাইকে ডাকতে বললেন। সঙ্গে সঙ্গেই রাজা, মন্ত্রী, উজির-নাজির সবাই এসে হাজির। দুই দরজায় সিপাহিরা দাঁড়িয়ে গেল। ক্যামেরা-লাইট রেডি।
গতকাল থেকে এফডিসিতে শুরু হয়েছে ‘দুই রাজকন্যা’ ছবির শেষ লটের শুটিং। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন জাবেদ-জাহিদ (জাবেদ মিন্টু, জাহিদ হোসেন এ্যাপোলো)। ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন নায়িকা মুনমুন, দুই রাজকন্যার চরিত্রে অভিনয় করছেন তানিন সুবহা ও সাদিয়া আফরিন। গত মঙ্গলবার ভোররাতে বছরের প্রথম বৃষ্টিতে রাজদরবারের সেট নষ্ট হয়ে যাওয়ার কারণে শুটিং শুরু হয় বেলা ৩টায়।জাবেদ বলেন, ‘কাজের সুবিধার জন্য আমরা খোলা জায়গাতে রাজদরবারের সেট নির্মাণ করেছি। বৃষ্টির কারণে সেট কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সময়মতো শুটিং শুরু করতে পারিনি। গত ১৬ তারিখ থেকে সেট বানানো শুরু করেছিলাম। ২৩ তারিখ রাতে সব কাজ শেষ করে রাত ১২টায় বাসায় ফিরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙার পর বৃষ্টি হয়েছে বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই এফডিসিতে আসি সেটের অবস্থা দেখতে। সকাল ৮টা থেকে আবারও সব কিছু ঠিক করে ৩টায় শুটিং শুরু করতে পেরেছি। ২৮ তারিখ পর্যন্ত টানা শুটিং করব। এর মধ্যে আমাদের ছবির ক্যামেরা ক্লোজ হবে।’জাহিদ হাসান এ্যাপোলো বলেন, ‘এক যুগ পর আমরা একটি সাপের ছবি বানাচ্ছি। সব ধরনের ছবির দর্শক আমাদের দেশে আছে, কিন্তু যারা এই ধরনের ছবি দেখতে পছন্দ করে তাদের জন্য কোনো ছবি হচ্ছে না ১২ বছর ধরে। আবার সাধারণ দর্শক যারা নিয়মিত ছবি দেখেন, তাদের বিষয়টি আমরা মাথায় রেখে ছবির গল্প তৈরি করেছি। আশা করি অনেকদিন পর এ ধরনের একটি ছবি দর্শক পছন্দ করবেন।’সেট ডিরেক্টর কলন্তর বলেন, “আট বছর ধরে রাজদরবারের কোনো সেট হয় না এফডিসিতে। চেয়ার, পাখা, সিপাহিদের অস্ত্রসহ অনেক কিছুই গোডাউনে পড়ে থেকে নষ্ট হচ্ছিল। বেশির ভাগ চেয়ার ভেঙে গিয়েছিল। সব কিছু ঠিক করে শুটিংয়ের জন্য প্রস্তুত করেছি। ‘রাজা সূর্য খাঁ’ ছবিতে শেষ রাজদরবারের শুটিং হয়েছিল। তারপর আর হয়নি।”