- প্রকাশিত : ২০১৭-০২-১৬
- ৭৩১ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
চলতি বছর ৮ লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের
নিজস্ব প্রতিনিধি: - প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে আট লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে।
আজ বৃহস্পতিবার সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এম এ মালেকের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ১৬২টি দেশে মোট নয় লাখ ৭৭ হাজার ৩২৩ জন দক্ষ এবং সাত লাখ ৩১ হাজার ১১০ জন অদক্ষ কর্মী পাঠানো হয়েছে। বিদেশে কর্মী পাঠানো একটি চলমান প্রক্রিয়া। ২০১৭ সালে বিশ্বের বিভিন্ন দেশে আট লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে।
আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর অপর এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বিএসসি বলেন, ১৯৭৬ থেকে ২০১৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে ছাড়পত্র নিয়ে ২৮ লাখ ৪১ হাজার ৯৬৩ জন কর্মী সৌদি আরবে গেছেন। সৌদি আরব থেকে ২০১৫-১৬ অর্থবছরে অর্জিত রেমিটেন্সের পরিমাণ ২৫৮২.২৬ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০১৬-১৭ অর্থবছরের (ডিসেম্বর-২০১৬ পর্যন্ত) অর্জিত রেমিটেন্সের পরিমাণ ১১৪৫.০২ মিলিয়ন মার্কিন ডলার।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..