- প্রকাশিত : ২০১৭-০১-২০
- ৭৩৯ বার পঠিত
-
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন ফরীদির জন্য একুশে পদক দাবিতে গণস্বাক্ষর
প্রয়াত বরেণ্য অভিনেতা হুমায়ুন ফরীদির একুশে পদকের দাবিতে শুরু হয়েছে গণস্বাক্ষর অভিযান। “ফরীদির জন্য একুশে পদক” শিরোনামে সম্প্রতি ফেসবুকে একটি ইভেন্ট খুলেছে তার ভক্তরা।
ইভেন্টের মাধ্যমে গতকাল দিনব্যাপী চলছে এ গণস্বাক্ষর অভিযান। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই কার্যক্রম চলছে।
এরপর ২৬শে জানুয়ারি একইভাবে গণস্বাক্ষর সংগ্রহ হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অমর একুশে প্রাঙ্গণে। আয়োজকরা ফরীদি ভক্তদের আহ্বান জানিয়েছেন এই স্বাক্ষর কার্যক্রমে অংশ নিতে। উল্লেখ্য, অভিনেতা হুমায়ুন ফরীদি মঞ্চ-টেলিভিশন ও চলচ্চিত্র, সব জায়গায় তিন দশক ধরে নিজেকে উজাড় করে দিয়েছিলেন। ২০১২ সালের ১৩ই ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান তিনি।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..