×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৩
  • ৪৩৪৫৪৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামীকাল রোববার বার্লিনে ইউরো চ্যাম্পিয়নশীপের ফাইনালে স্পেন ও ইংল্যান্ড মুখোমুখি হবে। বড় আসরে এই দুই দল খুব কমই একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করেছে।
প্রথম প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচ :
প্রথমবার স্পেন ও ইংল্যান্ড কোন প্রতিন্দ্বিতাপূর্ণ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল ১৯৫০ ব্রাজিল বিশ^কাপে। দুটি দল একই গ্রুপে একে অপরের মোকাবেলা করেছে। ঐ আসরে প্রথম ম্যাচটি দুই দলই জয়ী জয়। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ইংল্যান্ড চিলিকে ২-০ গোলে ও স্পেন যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে পরাজিত করে।
এরপর স্পেন চিলিকে পরাজিত করলেও ইংল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হেরে নিজেদের ফুটবল ইতিহাসে অঘটনের স্বীকার হয়। যার ফলে রিও ডি জেনিরোতে স্পেনের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠে। এগিয়ে যেতে হলে ইংল্যান্ডকে জয় ভিন্ন বিকল্প পথ খোলা ছিলনা। কিংবদন্তী ফরোয়ার্ড টেলমো জারার গোলে স্পেন জয় ছিনিয়ে নেয়। ইংল্যান্ডকে বিদায় করে স্পেন শেষ পর্যন্ত চার দলের ফাইনাল রাউন্ডে উঠেছিল। সেখানে আসরের চ্যাম্পিয়ন উরুগুয়ের সাথে ড্র করলেও ব্রাজিলের কাছে ৬-১ ও সুইডেনের কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছিল।
 
৮২ বিশ^কাপ :
হোম এন্ড এ্যাওয়ে কোয়ার্টার ফাইনালে স্পেনকে হারিয়ে ইংল্যান্ড ১৯৬৮ ইউরোর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। ১৯৮০ ইউরোতে এই দুই দল আবারো মুখোমুখি হয়। কিন্তু উভয় দলই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। এর দীর্ঘদিন পর ১৯৮২ বিশ^কাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তারা আবারো মুখোমুখি হয়। গ্রুপের আরেক দল ছিল পশ্চিম জার্মানি। ইংল্যান্ডের সাথে ড্র করা জার্মানরা স্পেনকে পরাজিত করে। এর ফলে স্বাগতিক স্পেন টুর্নামেন্ট থেকে হতাশাজনক বিদায় নেয়। মাদ্রিদে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছিল। এ কারনে কোন ম্যাচ না হেরেও ইংল্যান্ডও বিদায় নেয়। পশ্চিম জার্মানি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। শেষ পর্যন্ত ফাইনালে ইতালির কাছে হেরে রানার্স-আপ হয়।
 
ইউরো ৯৬ :
ইংল্যান্ড ও স্পেন একে অপরের মোকালো খুব কমই করেছে। কিন্তু ইউরো ৯৬’র কোয়ার্টার ফাইনালে তাদের ম্যাচটি ইংলিশ ফুটবল ইতিহাসে আইকনিক ম্যাচ হিসেবে বিবেচিত হয়। ওয়েম্বলিতে ম্যাচটিত নির্ধারিত ও  অতিরিক্ত সময়ে গোলশুন্য ড্র ছিল। পেনাল্টি শুট আউটে ফার্নান্দো হিয়েরো স্পেনের প্রথম কিক বারের উপর দিয়ে বাইরে পাঠান। ইংল্যান্ড এরপর চার শটের চারটিতেই সফল হয়। এরপর গোলরক্ষক ডেভিড সিম্যান্স স্পেনের মিগুয়ের এ্যাঞ্জেল নাদালের শটটি রুখে দেন। ইংল্যান্ড ৪-২ গোলে জয়ী হয়ে সেমিতে খেলার যোগ্যতা অর্জণ করে। শেষ চারে পেনাল্টিতে জার্মানির কাছে হেরে তাদের বিদায় নিতে হয়। এই ম্যাচে বর্তমান ম্যানেজার গ্যারেথ সাউথগেট তার নির্ধারিত শটটি মিস করেছিলেন।
 
প্রীতি ম্যাচ বিতর্ক :
২০০৪ সালের নভেম্বরে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রীতি ম্যাচে ইংল্যান্ডকে ১-০ গোলে পরাজিত করেছিল স্পেন। কিন্তু বেশ কিছু সফরকারী খেলোয়াড়কে ঘিড়ে বর্ণবাদী আচরণ ঐ সময় ম্যাচের ফলাফলকে ছাপিয়ে গিয়েছিল। এইসার ডেল হরনোর গোলে স্পেনের জয় নিশ্চিত হয়। রাউলের পেনাল্টি শট সেভ না হলে জয়ের ব্যবধান বাড়তে পারতো। এই ম্যাচে এ্যাশলে কোল ও শন রাইট-ফিলিপসকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করে আলোচনার ঝড় তুলেছিল স্প্যানিশ সমর্থকরা।
 
নেশন্স লিগ জয়ী ইংল্যান্ড :
২০১৮ সালের পর রোববার ফাইনালে এই দুই দল প্রথমবারের মত মুখোমুখি হতে যাচ্ছে। উয়েফা নেশন্স লিগের প্রথম আসরে ইংল্যান্ড ও স্পেন মুখোমুখি হয়েছিল। সেপ্টেম্বরে ওয়েম্বলির ম্যাচটি স্পেন ২-১ গোলে হয়ী হয়। কিন্তু সেভিয়াতে ফিরতি ম্যাচে ইংল্যান্ড ৩-২ গোলে জয়ী হয়ে প্রতিশোধ নেয়। রাহিম স্টার্লিংয়ের জোড়া গোলের সাথে মার্কাস রাশফোর্ড অপর গোলটি করেন। ইংল্যান্ড প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল। পাকো আলকাসার ও সার্জিও রামোস দ্বিতীয়ার্ধে স্পেনের হয়ে দুই গোল পরিশোধ করেন। ইংল্যান্ড গ্রুপের শীর্ষ দল হিসেবে ফাইনাল ফোরে খেলে। নেদারল্যান্ডসের কাছে সেমিফাইনালে  তারা ৩-১ গোলে পরাজিত হয়। স্থান নির্ধারনী ম্যাচে পেনাল্টিতে সুইজারল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ড তৃতীয় স্থান লাভ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat