স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পূবালী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে টুঙ্গিপাড়ার ২টি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবর বিতরণ করা হয়েছে।
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের আল মফিজিয়া সামসুল উলুম-এতিম থানা ও মাদ্রাসা এবং শ্রীরামকান্দি গ্রামের দাউদকান্দি তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা ২৫০ শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়।
পূবালী ব্যাংকের ফরিদপুর আঞ্চলিক কার্যালযয়ের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হাফিজুর রহমান সরদার বলেন, বাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক অসহায় ও দরিদ্রদের মাঝে মানবিক সহায়তা প্রদানের অংশ হিসেবে বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার দুইটি মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রীদের মাঝে আজ বুধবার দুপুরের খাদ্য বিতরণ করা হয়েছে ।