প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, দেশের সকল দরিদ্র ছিন্নমূল পথশিশুদের শিক্ষার আওতায় আনার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, ‘দেশের সকল দরিদ্র ছিন্নমূল পথশিশুদের শিক্ষার আওতায় আনার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে দেশের সকল দরিদ্র ছিন্নমূল পথশিশুসহ ভাগ্যাহত, সুবিধাবঞ্চিত, হতদরিদ্র, ক্ষেতে-খামারে অথবা নিজ সংসারে বাবা, মা, ভাই, বোনকে সহায়তা প্রদানকারী এবং নিজ প্রচেষ্টা ও শ্রমে ভাগ্যোন্নয়নে প্রয়াসী শিশু কিশোরদের প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়।’
তিনি জানান, বর্তমানে ২০৪টি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৩১ হাজার ১৯৯ জন ছাত্র- ছাত্রীদের প্রাথমিক শিক্ষার অধিকার নিশ্চিতকরণে শিশু কল্যাণ ট্রাস্ট কাজ করে যাচ্ছে।