বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে জুডোর শেষ দিন ৬টি স্বর্ণের নিষ্পত্তি হয়েছে।
আজ তরুণ অনূর্ধ্ব-৫০, ৫৫ ও ৪৫ কেজি ওজন শ্রেণির এবং তরুণী অনূর্ধ্ব-৫২ ও ৫৭ ও ৫৭ (+) কেজি ওজন শ্রেণির খেলা সম্পন্ন হয়।
অনূর্ধ্ব-৫০ কেজিতে স্বর্ণ জিতেছেন চট্টগ্রাম বিভাগের আপ্রুসে শাই মারমা। বরিশালের ইউসুফ খান ফাহিম রূপা এবং রাজশাহীর মো. সামিউল ইসলাম ও খুলনার মো. খাইরুল ইসলাম ব্রোঞ্জ জয় করেন। অনূর্ধ্ব-৫৫ কেজিতে ঢাকার মো. ইব্রাহিম স্বর্ণ, একই বিভাগের উসাচিং মারমা রূপা ও খুলনার মো. শিপন আলী ও মো. রাসেল গাজী ব্রোঞ্জ জিতেছেন। অনূর্ধ্ব-৪৫ কেজিতে চট্টগ্রাম বিভাগের ইব্রাহিম খলিলুল্লাহ স্বর্ণ, একই বিভাগের শওকতুল ইসলাম রূপা এবং ঢাকার মো.রমজান আলী ও রাজশাহীর মো. আরমান ব্রোঞ্জ পদক জয় করেন।
তরুণী অনূর্ধ্ব-৫২ কেজিতে রংপুরের তাশরাফি তাবাছুম স্বর্ণ, একই বিভাগের নাজমিন খাতুন রূপা এবং রাজশাহী বিভাগের মাহফুজা আক্তার বিলাসি ও বরিশালের জাকিয়া জান্নাত জুই ব্রোঞ্জ জিতেছেন। অনূর্ধ্ব-৫৭ কেজিতে খুলনার সুমাইয়া ইয়াসমিন স্বর্ণ, চট্টগ্রামের রাজিয়া আক্তার রূপা এবং রংপুরের অনিকা আক্তার ও ময়মনসিংহের কুমকুম আক্তার ব্রোঞ্জ জিতেছেন। ৫৭ (+) কেজিতে খুলনা বিভাগের ফাবিহা বুশরা স্বর্ণ, একই বিভাগের মোহনা খাতুন রূপা এবং রাজশাহীর জেমী আক্তার ও ঢাকার মেহরীন খান ব্রোঞ্জ জয় করেন।