ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ছয় দাবাড়–। আগামী ১ লা অক্টোবর থেকে ১১ অক্টোবর আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় অংশগ্রহনকারীরা হলেন ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, মোঃ সাজিদুল হক, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, স্বর্নাভো চৌধুরী, জান্নাতুল ফেরদৌস ও ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা।
আজ দাবা ফেডারেশনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম। ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদউল্যা, কার্যনির্বাহী সদস্য মাহমুদা হক চৌধুরী মলি ও মোঃ সজল মাহমুদ, ট্রেইনার আবু সুফিয়ান শাকিল এবং ফেডারেশনের নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ এসময় উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ৩০ সেপ্টেম্বর আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলটি। দলের সঙ্গে অধিনায়ক কাম প্রশিক্ষক হিসেবে যাচ্ছেন আন্তর্জাতিক মাস্টার ও ফিদে ট্রেইনার আবু সুফিয়ান শাকিল।