×
ব্রেকিং নিউজ :
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০২২-০৮-০১
  • ৪৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টুর্ণামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট বিজয়ী ইংলিশ ফরোয়ার্ড বেথ মিড ইউরো ২০২২ চ্যাম্পিয়নশীপের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন।
জার্মান অধিনায়ক আলেক্সান্দ্রা পপের সাথে সর্বোচ্চ ৬ গোল করে মিড গোল্ডেন বুট জয় করেন। কিন্তু সেরা খেলোয়াড়ের বিবেচনায় মিড জার্মান তারকা পপকে পিছনে ফেলেছেন। এসিস্টের দিক থেকে পপকে ছাড়িয়ে যাওয়ায় গোল্ডেন বুট শেষ পর্যন্ত ছিনিয়ে নেন আর্সেনালের স্ট্রাইকার মিড। পুরো টুর্ণামেন্টে সতীর্থদের দিয়ে পাঁচটি গোল করিয়েছেন মিড। ম্যাচের ঠিক আগে অনুশীলনে পেশীর ইনজুরিতে পড়ে রোববারের ফাইনাল খেলা হয়নি  জার্মান অধিনায়ক পপের। ওয়েম্বলির ফাইনালে মিডের ইংল্যান্ড অতিরিক্ত সময়ে জার্মানীকে ২-১ গোলে পরাজিত করে ঐতিহাসিক শিরোপা জয় করে।
১৯৬৬ সালে ইংল্যান্ডের পুরুষ দল বিশ্বকাপ শিরোপা জিতেছিল। এতদিন পর্যন্ত ইংলিশ ফুটবলে এটাই ছিল একমাত্র বড় সাফল্য। ৫৬ বছরের শিরোপা খরা কাটিয়ে এবার নারী দল ইংল্যান্ডকে সফলতা উপহার দিল।
২৭ বছর বয়সী মিড ইংল্যান্ডের ছয় ম্যাচের মধ্যে চারটিতেই গোল করেছেন। গত ১১ জুলাই নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তিনি হ্যাটট্রিক করেছিলেন। অন্যদিকে ৩১ বছর বয়সী অভিজ্ঞ পপ ফাইনালের আগে জার্মানীর পাঁচ ম্যাচের সবকটিতেই গোল করেছেন। এর মধ্যে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ২-১ গোলের জয়ের ম্যাচটিতেই দুই গোলই তিনি করেছেন। কিন্তু টুর্নামেন্টে একটি এসিস্টও তিনি করতে পারেননি।
মাত্র বছর খানেক আগে টোকিও অলিম্পিকে ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছিলেন মিড। সে কারনেই এবারের ইউরোতে তার এই অসাধারণ সাফল্য সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। এ সম্পর্কে বিবিসি স্পোর্টসকে মিড বলেছেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছিনা। কখনো ফুটবল তোমাকে একেবারে নীচে নামিয়ে ফেলে, কিন্তু এর থেকে বেরিয়ে এসে সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে নিতে হয়। আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। এই দলটি নিয়ে আমি সত্যিই গর্বিত। এই দলটিকে এবং একইসাথে এই দেশকে আমি অনেক ভালবাসি।’
টুর্ণামেন্টের সেরা তরুন খেলোয়াড় মনোনীত হয়েছেন জার্মানীর ২০ বছর বয়সী মিডফিল্ডার লিনা ওবারডর্ফ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat