নড়াইল জেলায় এস.এম সুলতান চারুকলা কলেজের নতুন একতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় পৌর এলাকার মাছিমদিয়ায় এ ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তুর্জা।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস.এম ছায়েদুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার শীল, বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী শৈলেন্দ্রনাথ সাহা,এস. এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ক্রীড়া ব্যক্তিত্ব আশিকুর রহমান মিকু, এস.এম সুলতান বেঙ্গল চারুকলা কলেজের অধ্যক্ষ অনাদি বৈরাগী, সরকারি কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
সূত্রে জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৮০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে এ ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।