আগামী ১১ মে বুধবার ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্ট খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মধ্যে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এই পুরস্কার বিতরণ করবেন বলে আশা করা হচ্ছে।
আজ দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ক্রীড়া পুরস্কার (২০১৩-২০২০) প্রদান সংক্রান্ত প্রস্তুতি সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি এ কথা জানান।
যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থার উর্ধতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্রীড়াক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রেখেছেন এমন বিশিষ্ট খেলোয়াড় ও সংগঠকদের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়ে থাকে।