×
ব্রেকিং নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই : নাহিদ ইসলাম উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ওএমএস-এর আওতায় ৪৫ পয়েন্টে ভর্তুকি মূল্যে কৃষিপণ্য বিক্রি হচ্ছে ‘অপশক্তির দোসরদের গুরুত্বপূর্ণ পদে রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয়’ আমিরাতের শীর্ষ কোম্পানিসমূহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : রাষ্ট্রদূত ভারত ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে বাংলাদেশের সাথে জ্ঞান বিনিময়ে আগ্রহী নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
  • প্রকাশিত : ২০২২-০৩-২৭
  • ৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক ম্যাচে ফিরেই শনিবার গোল পেয়েছেন  ক্রিস্টিয়ান এরিকসেন। একই রাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়লাভ করেছে ইংল্যান্ড, জার্মানি ও স্পেন।
হৃদ রোগে আক্রান্ত হবার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমে শনিবার দুই মিনিটের মধ্যেই জোড়ালো শটে গোল করে আবেগাপ্লুত হয়ে পড়ন ডেনমার্কের তারকা এরিকসেন। তবে আমস্টারডামে বিশ্বকাপ কোয়ালিফায়ার হল্যান্ডের কাছে ৪-২ গোলে হেরে গেছে তার দল ডেনমার্ক।   
গত জুনে কোপেনহেগেনে ইউরোপীয় চ্যাম্পিয়নশীপের ওপেনিং ম্যাচে ডেনমার্কের বিপক্ষে  খেলতে নেমে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন  এরিকসেন। এর পর সুস্থ হয়ে প্রথমবারের মত জাতীয় দলের হয়ে খেলতে নেমেছিলেন তিনি।
এটি ছিল তার ১১০ ম্যাচে ৩৭তম আন্তর্জাতিক গোল। ম্যাচটি ছিল আয়াক্সের হোম ভেন্যু আমস্টারডাম অ্যারেনায়। ডাচ ওই ক্লাবের হয়ে ১৬২টি ম্যাচ খেলেছেন এরিকসেন। জয় করেছেন ৫টি ট্রফি। তন্মধ্যে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা তিনটি লীগ শিরোপা রয়েছে।  
এদিকে হ্যারি কেনের পেনাল্টি থেকে দেয়া শেষ মুহুর্তের গোলে ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয় পেয়েছে সুইজারল্যান্ডের বিপক্ষে। ইতোমধ্যে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে দুই দলই। এই গোলের মাধ্যমে ইংল্যান্ডের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনের আরো কাছে পৌঁছে গেছেন কেন। পেনাল্টি থেকে লক্ষ্যভেদে ইংল্যান্ডের হয়ে কেনের গোল সংখ্যা দাঁড়িয়েছে ৪৯টি। এর ফলে তিনি ইংলিশ কিংবদন্তী গ্যারি লিনেকারকে টপকে দ্বিতীয় সর্বাধিক গোলদাতার আসন লাভ করেছেন। তার সহাবস্থানে আছেন ববি চার্লটন। ৫৩ গোল করে শুধুমাত্র ওয়েন রুনি এখন তালিকার শীর্ষস্থান দখল করে আছেন।
ম্যাচের ২২ মিনিটে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন ব্রিল এম্বোলো। প্রথমার্ধের ইনজুরি টাইমে গোলটি পরিশোধ করে ইংল্যান্ডকে সমতায় ফিরিয়ে আনেন লুক শ’। ম্যাচের ৭৮ মিনিটে গোল করে ইংলিশ জয় নিশ্চিত করেন কেন।
খেলা শেষে ইংলিশ অধিনায়ক বলেন,‘যে কোন মুহুর্তে যে কোন সুযোগের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। এটি করতে পেরে আমি গর্ববোধ করছি। তবে আমরা পরের ম্যাচে গোলের দিকে তাকিয়ে আছি। এ জন্য আমি কঠোর অনুশীলন ও যথেষ্ঠ পরিশ্রম করছি।’
সিনসেইমে অনুষ্টিত আরেক প্রীতি ম্যাচে চেলসি জুটি কাই হাভার্টজ ও টিমো ওয়ার্নারের গোলে ইসরাইলের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়লাভ করেছে জার্মানি।
এদিকে আলবেনিয়ার বিপক্ষে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে জয় পেতে যথেষ্ট ঘাম ঝড়াতে হয়েছে ২০১০ বিশ্বকাপ বিজয়ী স্পেনকে। বার্সেলোনায় অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে জয়লাভ করেছে স্পেন। ২০০৪ সালের পর এই প্রথম কাতালানিয়ায় খেলতে নেমেছিল জাতীয় দল। ম্যাচের ৭৫ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন ফেরান টরেস। ১০ মিনিট পর গোলটি পরিশোধ করেন মির্তো উজুনি। ম্যাচের শেষ মিনিটে জয়সুচক গোল করে স্পেনের মান বাঁচান দানি ওলমো। এই নিয়ে আলবেনিয়ার বিপক্ষে আট ম্যাচে অস্টম জয় নিশ্চিত করল স্পেন।   
শনিবার ডাবলিনে অনুষ্ঠিত আরেক প্রীতি ম্যাচে শীর্ষ র‌্যাংকধারী বেলজিয়ামকে ২-২ গোলে রুখে দিয়েছে স্বাগতিক আয়ারল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat