×
ব্রেকিং নিউজ :
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০২২-০৩-২৭
  • ৭৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হার দিয়ে নিজেদের অভিষেক ওয়ানডে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। 
আজ লিগ পর্বে নিজেদের সপ্তম ও শেষ ম্যাচে ইংল্যান্ড নারী দলের কাছে ১০০ রানের বড় ব্যবধানে হারের লজ্জা পায় বাংলাদেশ। 
এতে ৭ ম্যাচে ১ জয় ও ৬ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে থেকে আসর শেষ করলো বাংলাদেশ। আট দলের মধ্যে অষ্টম ও শেষ দল হিসেবে বিশ্বকাপ শেষ করেছে  পাকিস্তান। ম্যাচ-পয়েন্টে একই চিত্র পাকিস্তানেরও, তবে রান রেটে পিছিয়ে আসরের শেষ দল পাকিস্তান। 
আজ ওয়েলিংটনে বেসিন রিজার্ভে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। শুরুটা ভালো না হলেও, পরের দিকের ব্যাটারদের দৃঢ়তায় লড়াই করার মত পুঁিজ পায় ইংলিশরা। ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৪ রান করে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন সোফিয়া ডাঙ্কলি।
বাংলাদেশের সালমা খাতুন ২টি, জাহানারা-রিতু-ফাহিমা-মন্ডল ১টি করে উইকেট নেন। 
জয় দিয়ে বিশ^কাপ শেষ করতে ২৩৫ রানের টার্গেট পায় বাংলাদেশ। সেই লক্ষ্যে দলকে ভালো শুরু এনে দেয়ার চেষ্টা করেন শারমিন আকতার ও শামিমা সুলতানা। তবে দু’জনের ব্যাটিং ছিলো টেস্ট মেজাজে। ১৭ দশমিক ৫ ওভার ব্যাট করে ৪২ রান তুলেন তারা। রান রেট ছিল আড়াইয়ের নীচে। 
৪২ রানে প্রথম উইকেট পতনের পর ৪৭ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। শামিমা ও শারমিন ২৩ রান করে আউট হন। 
বাংলাদেশের মিডল-অর্ডার ব্যাটাররাও সুবিধা করতে পারেনি। ফারজানা হক ১১, অধিনায়ক নিগার সুলতানা ২২, রুমানা আহমেদ ৬ ও সালমা খাতুন ২ রান করে ফিরেন। এতে ১০১ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। 
এক প্রান্ত আগলে রেখেছিলেন লতা মন্ডল। তবে ব্যক্তিগত ৩০ রানে থামতে হয় তাকে। পরবর্তীতে ৪৮ ওভারে ১৩৪ রানে গুটিয়ে গেলে  হারের স্বাদ নিতে হয়  রুমানা-জাহানারাদের। 
আসরে বাংলাদেশের একমাত্র জয় পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানকে ৯ রানে হারিয়েছিলো নিগার সুলতানার দল। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat