ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের পূর্ণ শক্তির দল ঘোষনা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএ)। ফিটনেস সমস্যায় দলে সুযোগ হয়নি এনরিচ নর্টি ও সিসান্দা মাগালার।
আগামী ১৮ থেকে ২৩ মার্চ অনুষ্ঠেয় সিরিজের তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গ। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ(আইপিএল) শুরুর তিনদিন আগে শেষ হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ।এর মানে, ওয়ানডে সিরিজে খেললে দক্ষিণ আফ্রিকার কিছু খেলোয়াড় শুরুর দিকের আইপিএল মিস করবেন।
আইপিএলে দল পাওয়া আট ক্রিকেটার-কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, রাসি ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, আইডেন মার্করাম, ডোয়াইন প্রিটোরিয়াস ও মার্কো জানসেন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন।
আইপিএলের জৈব সুরক্ষা পরিবেশে প্রবেশ করার আগে সকল দলের খেলোয়াড়দের তিন দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। তবে খেলোয়াড়রা যদি অন্য বাবল থেকে আসে তবে এই নিয়ম শিথিল করা হবে। দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সিরিজটি ‘ম্যানেজড পরিবেশে’ হবে, যা জৈব-সুরক্ষা বলয়ের চেয়েও বেশি স্বস্তিদায়ক। খেলোয়াড়দের বাইরে যাবার অনুমতি দেয়া হবে। তবে এটি কিভাবে আইপিএলে কোয়ারেন্টাইনে প্রভাবিত করবে তা এখনও সুস্পষ্ট নয়।
ওয়ানডে শেষে ৩০ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। অবশ্য টেস্ট সিরিজ বাদ দিয়ে আইপিএল খেলার সুযোগও রেখেছে সিএ।
সিএর দল নির্বাচনের আহ্বায়বক ভিক্টর এম্পিটসাং ইএসপিএনক্রিকইনফোকে বলেন, ‘ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা, যারা টেস্টে খেলছে না তারা সম্ভবত ওয়ানডে সিরিজের পর আইপিএলে চলে যাবে। আগামী কয়েক দিনের মধ্যে টেস্ট দলে থাকা ছয় খেলোয়াড়ের বিষয় আমরা স্পস্ট ধারনা পাব ।’
রাবাদা, এনগিডি, ডুসেন, মার্করাম, জানসেন এবং নর্টি, এরা দক্ষিণ আফ্রিকার টেস্ট পরিকল্পনার অংশ। কিন্তু ইনজুরির কারনে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দু’টি সিরিজে তারা খেলেননি।
নিতম্বের ইনজুরির কারনে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই নর্টি। আইপিএলের আগে সুস্থ হয়ে উঠবেন কি-না তা এখনও স্পষ্ট নয়। ইনজুরি থেকে সুস্থ হয়ে ফিরেছেন এনগিডি। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ মিস করেছিলেন তিনি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলের নেতৃত্ব দিবেন তেম্বা বাভুমা।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহ-অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জুবায়ের হামজা, মার্কো জানসেন, জানেমান মালান, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েন পারনেল, আন্দিলে ফেলুকুওয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন ও কাইল ভেরিনি।