×
ব্রেকিং নিউজ :
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০২২-০২-২১
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আসন্ন ভারত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষনা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। দলে নতুন মুখ অফ-স্পিনার আশিয়ান ড্যানিয়েল। 
ঘরোয়া আসর লিস্ট ‘এ’ ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে জাতীয় দলে ডাক পেয়েছেন ড্যানিয়েল। ফিটনেস ইস্যুতে দল থেকে বাদ পড়েছেন ভানুকা রাজাপাকসে। 
সদ্য অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হারে শ্রীলংকা। ঐ দলে নতুন যোগ হয়েছেন ড্যানিয়েল। ঐ সিরিজের দল থেকে ইনজুরির কারনে বাদ পড়েছেন তিনজন। হাঁটুর ইনজুরির কারনে ব্যাটার আবিস্কা ফার্নান্দো, বুড়ো আঙ্গুল ভেঙ্গে যাওয়ায় অলরাউন্ডার রমেশ মেন্ডিস ও সাইড স্ট্রেইনের কারনে বাদ পড়েন নুয়ান থুসারা। ইনজুরির কারনে অস্ট্রেলিয়া সফরে না যাওয়া কুশল পেরেরাও ভারত সফরের দলে  সুযোগ হয়নি। 
তবে অস্ট্রেলিয়ায় খারাপ পারফরমেন্সের কারনে কাউকে বাদ দেয়া হয়নি। অসিদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের একাদশে সুযোগ না পাওয়া দানুষ্কা গুনাতিলকা এবং দিনেশ চান্দিমাল দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন। 
সিরিজের শেষ ম্যাচে অভিষেক হওয়া ব্যাটার কামিল মিশারা এবং জেনিথ লিয়ানাগে দলে জায়গা ধরে রেখেছেন।
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে শ্রীলংকা। ৪ মার্চ থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
শ্রীলংকা দল : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুসল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, দিনেশ চান্ডিমাল, দানুষ্কা গুনাথিলাকা, কামিল মিশারা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারতেœ, দুশমন্থ চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো, শিরান ফার্নান্দো, মহেশ থিকসানা, জেফরি ভ্যান্ডারসে, প্রবীণ জয়াবিক্রমা, আশিয়ান ড্যানিয়েল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat