চলতি বছরের এসএসসি পরীক্ষা জুন মাসে এবং এইচএসসি পরীক্ষা আগষ্টে অনুষ্ঠিত হবে।
রোববার ২০ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, উল্লেখিত সময়ে এ দুটো পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার বাংলা ২য় পত্র, ইংরেজী ১ম ও ২য় পত্র বিষয়ের পুর্নবিন্যাস করা পাঠ্যসূচি আরো বেশি পরিমার্জন করে পুর্নবিন্যাস করা হয়েছে।
এই অফিস আদেশটি দেশের সব শিক্ষা বের্ডে পাঠানো হয়েছে।