ছয় বছর পর আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে উঠলো ভারত। ইংল্যান্ডকে হটিয়ে শীর্ষস্থান দখলে নেয় ভারত।
গতরাতে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় ভারত। এই সিরিজ জয়ের মাধ্যমে র্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করে টিম ইন্ডিয়া।
সর্বশেষ ২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল ভারত।
ভারত শীর্ষে ওঠায় দ্বিতীয়স্থানে নেমে গেছে ইংল্যান্ড। তবে ভারত ও ইংল্যান্ডের রেটিং সমান ২৬৯। ভগ্নাংশের হিসেবে এগিয়ে শীর্ষে ভারত। সমান ৩৯ ম্যাচে ভারতের পয়েন্ট ১০৪৮৪ ও ইংল্যান্ডের ১০৪৭৪।
ঘরের মাঠে সদ্যই শ্রীলংকার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতে ষষ্ঠ স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া।
২৬৬ রেটিং নিয়ে তৃতীয়স্থানে পাকিস্তান। ৪৬ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ১২২২৫।
চতুর্থ থেকে নবমস্থান পর্যন্ত আছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলংকা। ২৩১ রেটিং নিয়ে দশমস্থানে বাংলাদেশ।