ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নতুন চেয়ারম্যান হলেন লাচলান হেন্ডারসন।এতদিন অন্তবর্তীকালীন হিসেবে দায়িত্বে থাকা রিচার্ড ফ্রেডেনস্টেইনের স্থলাভিষিক্ত হলেন হেন্ডারসন।
বর্তমানে ইপওর্থ হেলথকেয়ার গ্রুপের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করা সাবেক ক্রিকেট খেলোয়াড় হেন্ডারসনের ক্রিকেট প্রশাসনে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে তার।
২০১৮ সালে ডেভিড পিভার ও গত বছর আর্ল এডিংসের পদত্যাগের পর গেল পাঁচ মাসে তৃতীয় ব্যক্তি হিসেবে পাকাপাকিভাবে চেয়ারম্যান হলেন হেন্ডারসন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফ্রেডেনস্টেইনের মেয়াদে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন ও কোচ জাস্টিন ল্যাঙ্গার পদত্যাগ করেন।
দায়িত্ব পাবার খবর পেয়ে হেন্ডারসন বলেন, ‘এই চেয়ারে নির্বাচিত হওয়া ও অজি ক্রিকেটের দায়িত্ব নেয়া আমার জন্য সম্মানের। আমার কাজের পরিধি বাড়ায় আমি উচ্ছ্বাসিত। বোর্ডের নয় জনের মধ্যে সাত জনের এ তিন বছরের কম অভিজ্ঞতা হওয়ায় কাজ করাটা চ্যালেঞ্জিং, তবে আমি তা নিতে চাই। চেয়ারম্যান হিসেবে আমার কাজ হবে, অস্ট্রেলিয়ার সকল স্তরের ক্রিকেটে উন্নতি করা। যেখান থেকে আগামীর তারকারা উঠে আসবে।’