×
ব্রেকিং নিউজ :
সাফ শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রমে ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ অন্তর্ভুক্ত করা হবে বিএনপি’র লিয়াজোঁ কমিটি ও গণঅধিকার পরিষদের মতবিনিময় ছাত্রদল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী : নাসির উদ্দিন নাসির রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ শহিদ সাংবাদিকদের পরিবার ও আহতদের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট : নাহিদ ইসলাম যত দ্রুত সম্ভব গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করুন : মির্জা ফখরুল দোষী সাব্যস্ত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে : প্রধান উপদেষ্টার প্রেস উইং সংস্কার হতে হবে টেকসই, যেন আপত্তিকর চর্চার পুনরাবৃত্তি না হয় : ফলকার
  • প্রকাশিত : ২০২২-০২-১৪
  • ৪৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সফরে  ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। 
ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দলকে নেতৃত্ব দিবেন হাসমত শাহিদি। স্কোয়াডে দু’জন রিজার্ভ খেলোয়াড়ও  কাইস আহমেদ ও সেলিম সাফিকে রাখা হয়েছে।
নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে উসমান ঘানিকে। দলে ফিরেছেন মোহাম্মদ নবি ও ইব্রাহিম জাদরান।
তিন নতুন মুখ আজমত ওমারজাই, দারউইশ রাসুলি ও নিজাত মাসুদকে  নিয়ে ঘোষিত ১৬ সদস্যের টি-টোয়েন্টি দলের  নেতৃত্ব দিবেন অলরাউন্ডার মোহাম্মদ নবি। 
ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে ওমরজাইর। ২ ম্যাচ খেলেছেন তিনি। তবে রাসুলি ও মাসুদের কেউই জাতীয় দলের হয়ে খেলেননি।
গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন গুলবদিন নাইব, মোহাম্মদ শাহজাদ, হাশমত শহিদি, হামিদ হাসান ও নবীন উল হক। অবসর নিয়েছেন আসগর আফগান। 
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের ওয়ানডে ও ৩ মার্চ থেকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। বিশ^কাপ সুপার লিগের অংশ ওয়ানডে সিরিজ। 
বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য শনিবার রাতে ঢাকায় পৌঁছায় আফগানিস্তান ক্রিকেট দল। ঢাকায় রাত কাটিয়ে গতকাল সিলেটে পৌঁছেছে দলটি। সেখানে সপ্তাহব্যাপী ক্যাম্প করবে আফগানরা। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সিলেটে ক্যাম্প করবে আফগানিস্তান। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল। 
আফগানিস্তান ওয়ানডে দল : হাশমত শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, নাজিব জাদরান, শহিদ কামাল, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আজমত ওমরজাই, রশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, ইয়ামিন আহমেদজাই ও ফরিদ আহমাদ মালিক। 
ট্রাভেলিং রিজার্ভ : কাইস আহমেদ ও সেলিফ সাফি
আফগানিস্তান টি-টোয়েন্টি দল : মোহাম্মদ নবি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরত জাজাই, উসমান ঘানি, দারউইশ রাসুলি, নাজিব জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমত ওমরজাই, শরাফুদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, রশিদ খান, কাইস আহমেদ, ফজল হক ফারুকি, নিজাত মাসুদ ও ফরিদ আহমেদ মালিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat