আগামী ১০ থেকে ২৫ সেপ্টেম্বর চীনের হাংজু শহরে অনুষ্ঠেয় ১৯তম এশিয়ান গেমসের ই-স্পোর্টস ডিসিপ্লিনে প্রথমবারের মত অংশগ্রহন করবে বাংলাদেশ। আজ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ই-স্পোর্টস বা ইলেকট্রনিক স্পোর্টস বর্তমানে একটি জনপ্রিয় গেমস। যে কোন বয়সের মানুষ তাতে আকৃষ্ট হচ্ছে। তারই ধারাবাহিকতায় ইলেকট্রনিক স্পোর্টস এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত হয়েছে।
১৯তম এশিয়ান গেমসে সর্বমোট ৮টি ই স্পোর্টস ইভেন্ট যুক্ত করা হয়েছে। তন্মধ্যে ৩টি ইভেন্টে বাংলাদেশ অংশগ্রহণ করবে । গেমসগুলো হলো ই এ স্পোর্টস ফিফা ব্র্যান্ডেড সকার গেম, হার্ট স্টোন এবং পিস এলিট এশিয়ান গেমস ভার্সন। কিন্তু পিস এলিট গেমস বর্তমানে বাংলাদেশে এ নিষিদ্ধ গেমস, চটইএ এর একটি সংস্করণ, যা বাংলাদেশের উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। ভবিষ্যতে উচ্চ আদালতের আদেশের উপরই এর ভাগ্য নির্ধারন হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিওএ’র ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমান মিকু, কোষাধ্যক্ষ এ কে সরকার, সদস্য লেঃ কর্নেল মোঃ নজরুল ইসলাম,বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব.), ই-স্পোর্টস এ্যাডহক কমিটির সভাপতি আরেফা পারভীন তাপসী, সাধারণ সম্পাদক মোঃ আলিউর রহমান সোহান এবং উপদেষ্টা আখলাকুর রহমান মাইনু।