চলতি পিবিএল শেষেই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আফগান সিরিজের পর পরই রয়েছে আবার দক্ষিণ আফিকা সফর। তাই ছুটি কাটানোর জন্য খুবই কম সময় পাচ্ছে টাইগাররা।
দ্বিপাক্ষীক সিরিজ খেলতে আগামী ১২ মার্চ দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। সফরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) আজ বাংলাদেশ সিরিজের সুচি ঘোষনা করেছে।
সফরসূচি অনুসারে, ওয়ানডে সিরিজের সবগুলোই দিবা-রাত্রির হবে। ১৮ ও ২০ মার্চ প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে সুপারস্পোর্টস পার্কে। ২৩ মার্চ তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ইম্পেরিয়াল ওয়ান্ডার্সে। প্রথম টেস্ট হবে ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল প্রথম টেস্ট হবে ডারাবানে। ৮ থেকে ১২ এপ্রিল সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে গেবারহাটে।
সফরটি দুই দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ দু’টি সিরিজই আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ এবং আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।