জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, বিশ্বের প্রতিটি জাতিরাষ্ট্রের মধ্যে বাংলাদেশ আলাদা জায়গা করে নিয়েছে। যা আমরা গেরিলা যুদ্ধ করে অর্জন করেছি।
আজ শনিবার সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)‘মুজিববর্ষ আন্তঃকলেজ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২১’ এর ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপাচার্য।
তিনি আরো বলেন, এরই ফলশ্রুতিতে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছি,একই সাথে স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছি। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত একটি জাতিরাষ্ট্র। মানবিক, কল্যাণকর এবং নাগরিক হিসেবে আমরা আত্মমর্যাদাবান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার,বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ-শিক্ষকবৃন্দ। এছাড়া জাতীয় বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।