জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের আয়োজনে শুরু হলো‘বঙ্গবন্ধু-বাংলাদেশ আন্তর্জাতিক ব্যাডমিন্টন জুনিয়র চ্যালেঞ্জ-২০২১।’
রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াামে আজ সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার ড: আবদুল মালেক।
এ সময় অন্যান্যের মধ্যেআরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম সিকদার, যুগ্ম সম্পাদক জিয়াউল হক জুয়েল, বাংলাদেশ দলের ম্যানেজার আরিফুল হক হাসান প্রমুখ।
উদ্বোধনী দিনে পুরুষ এককে জয় পেয়েছে বাংলাদেশের শাহেদ আহমেদ, সোলায়মান আকিব ও রাজু আহমেদ।
তিন দিন ব্যাপী এ প্রতিযোগিতায় শ্রীলংকা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও স্বাগতিক বাংলাদেশের মোট ৭৫জন শাটলার অংশগ্রহণ করছেন।