গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুকসুদপুরের সহযোগিতায় উপজেলা সদর মন্দির প্রাঙ্গনে ২৭টি মন্দিরে ৩ হাজার টাকা হারে অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাবির্ক ইলিয়াচুর রহমান। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি অধ্যাপক ড. অসিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুকসুদপুর উপজেলা কমিটির সভাপতি শ্যামল কান্তি বোস।
এসময় বক্তারা ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানকে সামনে রেখে সাম্প্রতিক শান্তি শৃংখলা বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গা পূজা উদযাপনের আহবান জানান।