করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে খাদ্য সংকটে থাকা গোপালগঞ্জ ও ঝালকাঠির অসহায় মানুষের পাশে দাঁড়ালো সেনা সদস্যরা।
গোপালগঞ্জ সংবাদদাতা জানান- টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুরে করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের দেড় হাজার লোকের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার টুঙ্গিপাড়ায় উপজেলা হেলিপ্যাডে, কাশিয়ানী উপজেলা সদরে এবং মুকসুদপুর উপজেলার সরকারি কলেজ মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ৩ কেজি ডাল, ৩ কেজি তেল, ১ কেজি লবন এবং ২ কেজি চিনি। ১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিম্ন আয়ের মানুষের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন- মেজর মোসাদ্দেক ইবনে মুজিব, মেজর তানজীর আহম্মদ, মেজর তানভীর আহম্মদ, ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ, ক্যাপ্টেন শাহ-ই-মাশরুর রামীম এবং সাদাফ আবরার রাইয়ান উপস্থিত ছিলেন।
ঝালকাঠি সংবাদদাতা জানান, বুধবার সকাল থেকে ঝালকাঠি ও নলছিটির বিভিন্ন এলাকায় বাড়ি-বাড়ি গিয়ে অসহায়দেরকে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। লকডাউনে কর্মহীন অসহায় পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, তেল, লবন, আটা তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ক্যাপ্টেন সানজিদা ও রাফিউদ দারাজাত। সেনাবাহিনীর খাদ্য সহায়তা পেয়ে খুশি অসহায় মানুষ।