সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী জয়নাল ফকির (৭৫) কে ২৪ বছর পর গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ভদ্রোকোল গ্রামের মফিজ উদ্দীনের বাড়ি থেকে জয়নাল ফকিরকে গ্রেফতার করে । সে উল্লাপাড়া উপজেলা পঞ্চক্রোশী ইউনিয়নের সা›ড্যাল সলপ গ্রামের মৃত মুছা ফকিরের ছেলে।
জানা যায় ১৯৯৭ সালে পারিবারিক কলোহের জের ধরে নিজের ভাতিজা জামালকে ছুরিকাঘাতে হত্যা করে । ওই হত্যাকান্ডের পর থেকেই জয়নাল পলাতোক থাকে । তার অনুপস্থিত বিচার কার্য শুরু হয় । গত ২০২০ সালে সিরাজগঞ্জ জজ আদালতের বিজ্ঞ বিচারক জয়নাল ফকিরকে তার অনুপস্থিতিতে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন । এর পর থেকে পুলিশ জয়নাল ফকিরকে খুচ্ছিল । শুক্রবার জয়নাল ফকির তার ফুফাতো ভাই উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ভদ্রোকোল গ্রামের মফিজ উদ্দীনের বাড়িতে এলে, পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে তাকে গ্রেফতার করে । শনিবার আদালতের মাধ্যমে জয়নাল ফকিরকে জেলে পাঠিয়েছে ।