সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২২ জুন মঙ্গলবার বিএডিসিথর (ক্ষুদ্র সেচ) এর আয়োজনে তিনদিন ব্যাপি খামার পানি ব্যবস্থাপনার মাধ্যমে সেচ দক্ষতা বৃদ্ধির জন্য কৃষক, অপারেটর ও ফিল্ডম্যানদের প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
বিএডিসি উল্লাপাড়া জোন ক্যাম্পাসে ইউনিয়নের বিভিন্ন এলাকার ৩০ জনকে নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী
অফিসার (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, কোর্স সমন্বয়কারী সহকারী প্রকৌশলী জাহিদ হাসান প্রমুখ। বিএডিসি (ক্ষুদ্র সেচ) সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদ আলম প্রশিক্ষণ অনুষ্ঠান পরিচালনা করেন।