সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে সামছুল ইসলাম(৪৫) নামের এক শ্রবণ প্রতিবন্ধী শ্রমিক নিহত হয়েছে। জানা গেছে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা- ঈশ্বরদী রেল রুটের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পূর্বপার্শ্বে রেল লাইনের উপর দিয়ে পায়ে হেটে বিএডিসির শ্রমিক কাজে যাওয়ার পথে ঢাকা থেকে চিলাহাটি দ্রুতগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নীচে পড়ে সামছুল ইসলাম নামের এক শ্রবণ প্রতিবন্ধী শ্রমিক নিহত হয়েছে।
সামছুল ইসলাম উল্লাপাড়া পৌর এলাকার নয়ানগাঁতী গ্রামের মৃত্যু মফিজ সরদারের ছেলে। সে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন বিএডিসি গোডাউনে শ্রমিকের কাজ করতো।