সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার বেলা বারোটার দিকে আটিয়ারপাড়া এ্যালংজানী গ্রামের মাঠে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎ এর তারে জড়িয়ে গৃহবধু জাহানারা বেগম (৪৫) মারা যায়। মোহনপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ তথ্য নিশ্চিত করে জানান মোহনপুর ইউনিয়নের আটিয়ারপাড়া এ্যালংজানী গ্রামের শহীদ মিয়ার স্ত্রী জাহানারা বেগম পালিত গরুর খাদ্যের জন্য ঘাস কাটতে মাঠে যায়। এদিকে একই গ্রামের শহীদ সরকার তার বাড়ী থেকে বিদ্যুৎ এর তার টানিয়ে অনেক দুরে মাঠের মধ্যে বৈদ্যুতিক ফ্যানের সংযোগ লাগিয়ে আবাদের ধান উড়াতে থাকে। প্রত্যক্ষ দর্শিরা জানান টানানো তারটি জোড়া খালি ও নীচু করে টানিয়ে রাখায় গৃহবধূ ঐ তারে বিদ্যুৎ পৃস্ট হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
উল্লাপাড়া মডেল থানার এস আই মোঃ আলাল ঘটনা স্থল থেকে বিকেল পোনে চারটার দিকে প্রতিবেদককে জানান তিনি বিষয়টি তদন্ত করছেন।