‘মুজিববর্ষে শপথ নেবো- জাটকা নয় ইলিশ খাবো’ শীর্ষক স্লোাগান নিয়ে পিরোজপুরে আজ জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১ উদযাপন শুরু হয়েছে।
এ উপলক্ষে বঙ্গবন্ধু চত্বর থেকে সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে সদর উপজেলা পরিষদের পিছনের পুকুর পাড়ে গিয়ে শেষ হয়।
এছাড়া ও সদর উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৩ জন প্রতিযোগীর মধ্য থেকে ৩ জন ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে। এ র্যালি ও সাঁতার প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল বারি, সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল প্রমূখ এদিকে এ সপ্তাহ উদযাপন উপলক্ষে আগামীকাল ৫ এপ্রিল কুমিরমারা আবাসনে জাটকা সংরক্ষণ বিষয়ে আলোচনা সভা, ৭ এপ্রিল বিভিন্ন মাছ বাজারে অভিযান পরিচালনা, ৮ এপ্রিল মৎস্যজীবী জেলে পল্লীতে জাটকা সংরক্ষণ বিষয়ক উদ্বুদ্ধকরণ সমাবেশ, ৯ এপ্রিল জাটকা সংরক্ষণ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ১০ এপ্রিল জাটকা রক্ষায় সমন্বিত বিষয়ে অভিযান পরিচালিত হবে।