সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নগরবাড়ী মহাসড়কের চড়িয়া এলাকায় সকাল দশটায় সড়ক দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎ নির্মান শ্রমিকেরা পিকাপ ভ্যান যোগে কাজে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ইটবাহি ট্রাকের সাথে মুখমুখি সংঘর্ষ হলে বিদ্যুত লাইন নির্মাণ শ্রমিক নুর মোহাম্মদ (৫০) সহ আরো সাত জন আহত হয়। এদের দুই জনকে মুমুর্ষ অবস্থায় বগুড়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকাকালে নুর মোহাম্মদ মারা যায় । দুর্ঘটনায় আহত বিদ্যুত নির্মাণ শ্রমিক ৭ জনের মধ্যে দুলালের অবস্থা আসংকা জনক। মৃত নুর মোহাম্মদ উপজেলার গাড়লগাতী গ্রামের সেরাজ উদ্দিনের ছেলে বলে জানা যায়। আরো জানা গেছে উল্লাপাড়া পিবিএস এর বিদ্যুত লাইন নির্মাণ ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকেরা পিকাপ ভ্যানে যাওয়াকালে বিপরীত মুখী ইটবাহী ট্রাকের মুখোমুখি সংঘষে দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে বগুড়া সরকারী হাসপাতালে চিকিৎসায় ভতি করা হয়। এর মধে নুর মোহাম্মদ মারা গেছে । বাকী আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।