বিনোদন ডেস্ক: – ঝামেলার পর এখন পর্যন্ত সামনাসামনি কথা বলেননি কপিল শর্মা ও সুনীল গ্রোভার। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের বিষয়ে কথা বলেছেন। কখনও সুনীলের কাছে ক্ষমা চেয়েছেন কপিল। কখনও বা সুনীল বলেছেন, ‘দ্য কপিল শর্মা শো’টি যে একান্তই কপিলের তা সুনীলকে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।
গতকাল সুনীলের ইনস্টাগ্রাম স্ট্যাটাস ছিল ভিন্ন ভাষার। নিজের একটি ছবি পোস্ট করেছেন সুনীল। কিন্তু ফোকাসে রয়েছে তাঁর জুতো! ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার জুতার নম্বর ১০।’কয়েক সপ্তাহ আগে মেলবোর্ন থেকে মুম্বাই ফেরার পথে বিমানে কপিল মদ্যপ অবস্থায় সকলের সামনে সুনীলকে জুতো দিয়ে মেরেছিলেন বলে অভিযোগ ওঠে। সে কারণেই রাতারাতি কপিল শর্মা শো ছেড়ে বেরিয়ে গিয়েছেন সুনীল।যদিও চ্যানেলের সঙ্গে চুক্তি থাকার কারণে সুনীল নিজে এখনও এ বিষয়ে মুখ খোলেননি। শোনা যাচ্ছে ওই একই চ্যানেলে একটি নতুন শো শুরু করতে চলেছেন সুনীল।ভারতীয় গণমাধ্যম বলছে, সুনীলের এই পোস্ট কপিলের আচরণের যোগ্য জবাব। কপিলকে সরাসরি কিছু না বললেও এ যেন ঘুরিয়ে তাঁকে জুতা মারলেন সুনীল! ইন্ডিয়া ডটকম।